টিকিটের জন্য হাহাকার, মিরপুরে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ
মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে টিকিট সংগ্রহের জন্য তৈরি বুথে বিশৃঙ্খলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ম্যাচের টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট সংকটের কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে টিকিটের জন্য অপেক্ষমাণ দর্শকরা বুথের নিরাপত্তা বেড়া ধাক্কাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দর্শকরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং টিকিট কাউন্টারে ভাঙচুর চালায়। বিক্ষোভের একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এই বিশৃঙ্খলার কারণে টিকিট বিতরণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং স্টেডিয়াম প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিপিএল ম্যাচের টিকিটের উচ্চ চাহিদা ও অপ্রতুল সরবরাহের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।