স্পেনে করোনার দাপট, কুতিনহো-গ্রিজম্যানরা আক্রান্ত

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:20:17

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লিগেও হানা দিচ্ছে করোনাভাইরাস। লা লিগার একের পর এক ফুটবলার পজিটিভ হচ্ছেন। রিপোর্ট পজিটিভ এসেছে বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো, ডিফেন্ডার সার্জিনো দেস্ত ও ফরওয়ার্ড আব্দেসামাদের। 

কাতালান জায়ান্ট ক্লাব কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। এ নিয়ে বার্সার দশজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন। তার আগে পজিটিভ হন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গ্যাভি, আলেজান্দ্রো, জর্দি আলবা, ক্লেমো লংলে ও দানি আলভেস।

করোনা ছোবল দিয়েছে রিয়াল মাদ্রিদের ঘরেও। গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভেরদে ও ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের পজিটিভ হওয়ার খবর দিয়েছে তারা। তার আগে কোভিড পজিটিভ হন দলটির লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো আসেনসিও, গ্যারেথ বেল, মার্সেলো, আন্দ্রি লুনিন, ইসকো ও ডেভিড আলাবা।

অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনেসহ পাঁচ জন করোনায় পজিটিভ হয়েছেন। পজিটিভ হয়েছেন অধিনায়ক কোকে, মিডফিল্ডার এক্তর এররেরা, ফরওয়ার্ড জোয়াও ফেলিক্স ও অ্যান্তোনিও গ্রিজমান। তারা সবাই নিজ নিজ ঘরে আইসোলেশনে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর