জয়ের নিউজিল্যান্ড সিরিজ শেষ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 18:45:46

পুরো দলের ব্যাটিং ভালো করার নেপথ্যে কাজ করেছেন মাহমুদুল হাসান জয়। ৭৮ রানের দাপুটে ইনিংস খেলে পুরো দলকে করেছেন উজ্জীবিত। তরুণ এ ওপেনারের দেখানো পথে হেঁটে অর্ধ-শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক ও লিটন দাস।

কিন্তু খারাপ খবর রয়েছে টাইগারদের জন্য। আঙুলের চোট নিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা তরুণ ক্রিকেটার জয়।

ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, আজ মঙ্গলবার, ৪ জানুয়ারি ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। হাতে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এজন্য ৭-১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

বায়েজিদ বলেন, ‘জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।’

প্রথম টেস্টের শেষ দিনে তো মাঠেই নামতে পারবেন না জয়। এমনকি ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে মাঠে পাবে না অতিথিরা।

এ সম্পর্কিত আরও খবর