জোকোভিচের আপিল শুনানি সোমবার

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 03:56:42

সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সঙ্গে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ) অফিসিয়ালরা জানিয়ে দিয়েছেন, জোকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। 

তবে হাল ছাড়েননি জোকোভিচ। আইনজীবীদের মাধ্যমে কোর্টে জরুরি ভিত্তিতে আপিল করেছেন। 'অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট অব সার্কিট এন্ড ফ্যামিলি'তে মামলার শুনানি হবে আগামী সোমবার। এত দিন জোকোভিচ অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। এটা এখনো পরিষ্কার নয়, আগামী কয়েক দিন সরকারের ডিটেনশন সেন্টারে থাকবেন কিনা।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জোকোভিচ। তবে এটা এখনো পরিষ্কার নয়, অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পেলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরটিতে বিশ্বের নাম্বার ওয়ান খেলোয়াড় অংশ নিবেন কিনা।

তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, জোকোভিচের ক্যাম্প হঠাৎ তার ভিসা বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে। তাদের রাগের কারণ, অন্য তিন অপরিচিত খেলোয়াড় বিশেষ ছাড় নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও জোকোভিচের বেলায় দেখানো হচ্ছে অন্য নিয়ম। 

করোনার টিকা নেয়ার বিষয়টি পরিষ্কার করেননি জোকোভিচ। গত বছর অবশ্য করোনার টিকা নেয়ার বিরুদ্ধে অবস্থান নেন তিনি। 

এ সম্পর্কিত আরও খবর