প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ৩ ফেব্রুয়ারি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 06:18:27

শেষ হয়েছে স্বাধীনতা কাপ। পর্দা নেমেছে ফেডারেশন কাপেও। এবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

চলতি জানুয়ারিতেই শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু ফিফা উইন্ডো অনুযায়ী বালিতে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এজন্য টুর্নামেন্ট পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ‘জাতীয় দলের নতুন কোচ যাতে কিছু দিন অনুশীলন করতে পারে, তাই কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে।’

আজ সোমবার, ১০ জানুয়ারি সভায় টুর্নামেন্ট শুরুর দিন চূড়ান্ত হলেও আসরের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। গত নভেম্বরে প্রাথমিকভাবে ছয়টি ভেন্যুর কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ সম্পর্কিত আরও খবর