ফলো অন করছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:15:17

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হতেই দিনের খেলাও শেষ হয়ে যায়। ফলে গতকাল আর কেউ মাঠে নামেনি। তৃতীয় দিন সকালে প্রত্যাশা মাফিক অতিথি বাংলাদেশকে ফলো অনে পাঠিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিরা এখনো ৩৬২ রানে পিছিয়ে। ২১ রান করে কাইল জেমিসনের বলে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের  গ্লাভসবন্দী হয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে নিউজিল্যান্ড। কেননা রস টেলরের এটা বিদায়ী টেস্ট। ব্যাট করলে তার কাছ থেকে ভালো একটি ইনিংস আসতে পারে। তবে বাস্তবে তেমন কিছু হয়নি। 

এ সম্পর্কিত আরও খবর