ফিফার বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 07:49:40

আর্জেন্টিনার হয়ে শিরোপা খরা কাটিয়েছেন লিওনেল মেসি। জিতেছেন কোপা আমেরিকার ট্রফি। সুবাদে ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন পিএসজি'র এ সুপারস্টার। তবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি।

মেসির সঙ্গে একাদশে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নেইমার নেই এ দলে। নেই ব্রাজিলের কোনো ফুটবলারই। 

একাদশে আছেন ইউরো জয়ী তিনজন ফুটবলার। চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা, লিওনার্দো বোনুচ্চি ও জর্গিনহো। 

ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার সঙ্গে একাদশে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোস্কি।

ফিফপ্রো একাদশ:

গোলকিপার: জিয়ানলুইজি ডোনারুম্মা (এসি মিলান/পিএসজি/ইতালি)। 

রক্ষণভাগ: দাভিদ আলাবা (বায়ার্ন মিউনিখ/রিয়াল মাদ্রিদ/অস্ট্রিয়া), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাসকে/ইতালি)। 

মাঝমাঠ: জর্গিনহো (চেলসি/ইতালি), এনগোলো কান্তে (চেলসি/ফ্রান্স), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)।

আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)/ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/নরওয়ে), রবার্ট লেওয়ানডোস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড) ও লিওনেল মেসি (বার্সেলোনা/পিএসজি/আর্জেন্টিনা)।

এ সম্পর্কিত আরও খবর