সাকিবের ফরচুন বরিশালের জয়ে শুরু বিপিএল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:54:38

তিন আসর পর বিপিএলে ফিরল ফরচুন বরিশাল। ফিরেই জয় দিয়ে বিপিএলের নতুন আসরের নতুন মিশনের শুরুটা রাঙাল তারা। মেহেদী হাসান মিরাজের দাপুটে বোলিংয়ের পরও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে দিল সাকিব আল হাসানের দল। দারুণ এ জয়টা ধরা দিয়েছে ৮ বল হাতে রেখেই।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্লো উইকেটে ব্যাটিংয়ের শুরু ভালো ছিল না ফরচুন বরিশালেরও। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে আঘাত হেনে বসে চট্টগ্রামের বোলাররা। তবে মাঝে খেলায় ফিরলেও শেষদিকে ফের বিপদে প্রায় পড়েই গিয়েছিল বরিশাল। মেহেদী হাসান মিরাজের এক ওভারের চার বলে কোনো রান ছাড়াই তিন উইকেট তুলে নেওয়ায় শঙ্কায় পড়ে গিয়েছিল সাকিবের দল। অবশ্য হ্যাটট্রিকের সুযোগ মিস করেন মিরাজ।

তবে শেষে ডোয়াইন ব্রাভো (১২*) ও জিয়াউর রহমান (১৯*) রানের পার্টনারশিপে ১৮.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১২৬ রানের স্কোর ছুঁয়ে ফেলে বরিশাল। তার আগে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন শৈকত আলী। তার আগে ইরফান শুক্কুর ১৬, তৌহিদ হৃদয় ১৬ ও সাকিব আল হাসান ১৩ রান এনে দেন।

চট্টগ্রামের ক্যাপ্টেন মিরাজ ১৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। চার ওভারের এই আগুনে স্পেলেই ম্যাচসেরার পুরস্কার ছিনিয়ে নেন তিনি। একটি উইকেট পান মুকিদুল ইসলাম।

টানিং উইকেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংটা মোটেই ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ফরচুন বরিশালের বোলিং দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৬৩ রানে ৬ উইকেট ও ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম।

ফলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানের পুঁজি গড়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রামের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বেনি হওয়েল। ৯ রানের জন্য ফিফটি মিস করেন তিনি (৪১)।

সঙ্গে ওপেনার উইল জ্যাক ১৬, নাঈম ইসলাম ১৫ ও শামীম হোসেন ১৪ রান যোগ করেন। ফরচুন বরিশালের হয়ে ৩ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। দুটি উইকেট নেন নাঈম হাসান।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানি ও নানা প্রতিকূলতার মাঝেও সকল শঙ্কা দূর করে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস ভাগ্য সহায় হয় ফরচুন বরিশালের। তাই তো টস জিতে ফিল্ডিং বেছে নেন দলটির ক্যাপ্টেন সাকিব আল হাসান।

সাকিবের বরিশাল মাঠে নেমেছে তিন বিদেশি ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ ও জ্যাক লিন্টটকে একাদশে রেখে। আর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ চট্টগ্রামের একাদশেও রয়েছেন তিন বিদেশি খেলোয়াড় - কেনার লুইস, বেন হাওয়েল ও উইল জ্যাকসন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকসন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিন্টট, নাঈম হাসান ও সালমান হোসেন।

এ সম্পর্কিত আরও খবর