পিএসজি'তে প্রথম গোলের দেখা পেলেন সার্জিও রামোস। ক্যারিয়ারের বিশেষ দিনে তার দলও পেল বড় জয়। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় প্রতিপক্ষ রেইমসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। তাতেই ফরাসি লিগ ওয়ানে আধিপত্য ধরে রাখল পিএসজি।
গোলের দেখা পেতে শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে কোচ মাউরিসিও পোচেত্তিনোর দল। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোলের সন্ধান পায় পিএসজি। অনেকটা পরিশ্রমের পর ফল এনে দেন মার্কো ভেরাত্তি। ২০১৭ সালের পর পেলেন তিনি প্রথম গোল।
রামোসের শট প্রথমবার ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু বিরতির পর ফিরতি বল পেয়ে জালে জড়ান ফরাসি এ ডিফেন্ডার। চতুর্থ ম্যাচে এসে পেলেন তিনি প্রথম গোল।
পরে পিএসজি'কে গোল এনে দেন ডানিলো। তার আগে ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ওয়াউট ফায়েস। যদিও অবশ্য বদলি হিসেবে নামা লিওনেল মেসির অ্যাসিস্টে শটটা নিয়েছিলেন ভেরাত্তি। জালে জড়ানোর আগে গতি পাল্টে বল লেগে যায় ফায়েসের গায়ে।
ফরাসি লিগ ওয়ানের তালিকায় পরিষ্কার ১১ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। আর লিগ টুর্নামেন্টে ১৩ ম্যাচে অজেয় রইল তারা।