নেপালকে হারিয়ে শিরোপা স্বপ্ন জিইয়ে রাখল মেয়েরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:27:41

টাইগারদের মতো বাংলাদেশ নারী ফুটবল দলও জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের জামশেদপুরে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ খেলে বাংলাদেশের পুঁজি এখন ছয় পয়েন্ট। সমান ম্যাচে স্বাগতিক ভারতের পুঁজি ৯ পয়েন্ট।

আগামী শুক্রবার টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা জিততে ভারতের দরকার ড্র আর বাংলাদেশের দরকার ২ গোলের ব্যবধানের জয়।

কারণ শেষ ম্যাচে বাংলাদেশ যদি ভারতকে হারায় তাহলে দুদলের সংগ্রহ দাঁড়াবে সমান ৯ পয়েন্ট। আর মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই একে অপরের বিপক্ষে একবার করে হার জয় থাকবে।

তখন দুই দলের দুই ম্যাচের গোল ব্যবধান হিসাব হবে। ভারত লিগ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে ধরাশায়ী করেছে। ফলে বাংলাদেশকে শিরোপা পেলে হলে দুই গোলের ব্যবধান জিততে হবে। কেননা রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। 

নেপালকে প্রথমে এগিয়ে দেন আমিশা কারকি। পরে লাল-সবুজের জার্সিধারীদের গোল এনে দেন শামসুন্নাহার ও শাহেদা আক্তার রিপা। 

এ সম্পর্কিত আরও খবর