বাংলাদেশের জয়ের লক্ষ্য ২০৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:48:28

প্রথম টি-টোয়েন্টিতে তারণ্য নির্ডর বাংলাদেশের সামনে ২০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৫ রানের  বড় পুঁজি গড়েছে স্বাগতিকরা।

ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ওয়েসলি মাধেবেরে ও সিকান্দার রাজা। ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন মাধেবেরে। ৬৫* রানের অপরাজিত এক ইনিংস খেলেন রাজা। সিন উইলিয়ামস যোগ করেন ৩৩ রান। অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি উইকেট পান মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক/উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: আরডব্লিউ চাকাভা, সিআর আরভিন, ডব্লিউ মাধভেরে, এসসি উইলিয়ামস, সিকান্দার রাজা, এম শুম্বা, আরপি বার্ল, এলএম জংওয়ে, ডব্লিউপি মাসাকাদজা, আর নাগারভা ও টিএল চিভাঙ্গা।

এ সম্পর্কিত আরও খবর