আলফানসো ডেভিসের রেকর্ড গোল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 07:55:28

আলফানসো ডেভিস; কানাডার লেফট উইঙ্গার। কাতার বিশ্বকাপে দেশটির হয়ে প্রথম গোল করেছেন।

কাতার বিশ্বকাপে কানাডার পক্ষে প্রথম গোলই কেবল নয়, এই গোল কানাডার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের প্রথম গোল। এবারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে কানাডা প্রথম গোল পায়।

প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের সুযোগ এসেছিল ডেভিসের সামনে, কিন্তু পারেননি। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া আটকে দেন ডেভিসের সেই শট।

কাতার বিশ্বকাপে কানাডা দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। এরআগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তারা অংশ নিয়ে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল। সেবার ফ্রান্স, হাঙ্গেরি ও সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে খেললেও কানাডার পক্ষে কেউ গোল করতে পারেননি। তিনটি ম্যাচই হেরেছিল উত্তর আমেরিকার দেশটি।

শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ৬৮তম সেকেন্ডে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলটি করেন ডেভিস। ট্রেভর বুকাননের দারুণ ক্রসে দারুণ এক হেডারে বল পাঠান প্রতিপক্ষের জালে, ইতিহাস গড়েন ডেভিস।

এই ম্যাচের আগ পর্যন্ত কাতার বিশ্বকাপের দ্রুততম গোলটি ছিল নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোর। সেই রেকর্ড ভেঙে দিলেন জার্মান লিগের বায়ার্ন মিউনিখে খেলা এই উইঙ্গার।

আলফানসো ডেভিসের রেকর্ড গোলের পরও ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে ম্যাচ হেরেছে কানাডা।

এ সম্পর্কিত আরও খবর