আয়ারল্যান্ড বোলারদের তুলোধুনো করে ১৭ ওভারের ম্যাচেও দুইশ টপকেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন দাস সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে বাংলাদেশ।
ওপেনিং জুটিতে বাংলাদেশ গড়েছে নতুন রেকর্ড। রনি তালুকদারকে নিয়ে লিটন ঝড় তোলেন শুরুতেই। মাত্র ৩.১ ওভারে ফিফটি পূর্ণ করে বাংলাদেশ। ৭.১ ওভারে ১০০ রানে পৌঁছায় স্বাগতিকরা।
মাত্র ১৮ বলে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান লিটন। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙেন ক্ল্যাসিক এই ব্যাটার। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৩ রান করে আউট হন বেন হোয়াইটের বলে।
টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ ১৩২ রানের জুটি ছিল বাংলাদেশের। সেটির কাছে গিয়ে রনি সাজঘরে ফেরেন। ২৩ বলে ৪৪ রান করেন আগের ম্যাচের সেরা খেলোয়াড়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ঘরের মাঠে সর্বোচ্চ রানের জুটিটি গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেটির দ্বারপ্রান্তে গিয়ে থামলেন লিটন দাস ও রনি তালুকদার। তার আগে ছোট ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন দুজনে।
টি-টুয়েন্টিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাঈম শেখ ও সৌম্য সরকারের ১০২ রানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙেছেন লিটন ও রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১২৪ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি। তৌহিদ হৃদয় ১৩ বলে ২৪ রান করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।