প্রথমবারের মত শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল চিটাগং কিংস। তবে সে স্বপ্ন পূরণ হয়নি। পূরণ হতে দেয়নি ফরচুন বরিশাল। কিংসদের স্বপ্ন গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুললো তামিম ইকবালের দল।
তবে শিরোপা, উল্লাস ও আনন্দের সঙ্গে বড় অঙ্কের টাকাও পেয়েছে বরিশাল। কিংসদের দুঃখ ও বেদনার দিনে তারাও পাবে বেশ বড় অঙ্কের টাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে পুরস্কারের পরিমাণ বেড়েছিল প্রায় দুই কোটি টাকার বেশি। সবমিলিয়ে ১০ টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৩১ লাখ টাকা।
চ্যাম্পিয়ন দল-স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দল হিসেবে সবথেকে বেশি অর্থ পুরস্কার পেয়েছে তামিমের দল বরিশাল। শিরোপার পাশাপাশি তারা পেয়েছে আড়াই কোটি টাকা পুরস্কার।
রানার্সআপ দল- শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট হয়তো কিছুতেই প্রশমিত হবেনা চিটাগং কিংসয়ের। তবে রানার্স আপ হয়েও তারা পেয়েছে দেড় কোটি টাকা পুরস্কার।
তৃতীয় দল- রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছিল খুলনা টাইগার্স। তবে শেষ বলের নাটকীয়তায় দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে তৃতীয় দল হিসেবে আসর ছাড়তে হয়েছে খুলনাকে। তৃতীয় দল হিসেবে খুলনা পেয়েছে ৬০ লাখ টাকা।
চতুর্থ দল- টানা ৮ ম্যাচে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হারে চতুর্থ দল হিসেবে আসর শেষ করেছে রংপুর রাইডার্স। তারা পেয়েছে ৪০ লাখ টাকা।
ম্যান অব দ্যা ফাইনাল- ফাইনালে ২৯ বলে ৫৪ রানের ইনিংসে দলকে ঝড়ো শুরু এনে দেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তামিম পেয়েছেন ৫ লাখ টাকা।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট-আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ১৪ ইনিংসে ৩৫৫ রান ও ১৩ উইকেট নেওয়া মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা অর্থ পুরস্কার।
সর্বোচ্চ রান সংগ্রাহক- বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনার মোহাম্মদ নাঈম শেখ। নাঈম এবারের আসরে এক সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন ৫১১ রান। নাঈম পেয়েছেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
সর্বোচ্চ উইকেট শিকারি বোলার- বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এ অধিনায়ক পেয়েছেন ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়- ঢাকা ক্যাপিটালস ওপেনার তানজিদ হাসান তামিম ১২ ইনিংসে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে করেছেন ৪৮৫ রান। তার হাতেই উঠেছে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। তানজিদ পেয়েছেন ৩ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা ফিল্ডার- বরিশালের হয়ে উইকেটের পিছনে বাজপাখি বনে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এবারের আসরে ১২ টি ক্যাচ ও ২ টি স্ট্যাম্পিং করে মুশি জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। তার হাতে উঠেছে ৩ লাখ টাকা।