১৪ বছর অপেক্ষার পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 17:50:08

জয় কিংবা ড্র বা এক গোলের ব্যবধানে হারলেও বাংলাদেশ পৌঁছে যেতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এমন সমীকরণের ম্যচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ।

বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে নামার আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যান ছিল বাংলাদেশের পক্ষেই। সাফে আগের ৬ বারের দেখায় কখনও হারেনি লাল-সবুজরা। এবারও হারেনি বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়েই যেন নিজেদের খুঁজে পেলো জামালরা। প্রথমার্ধে শেষ আধঘণ্টা ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ।

ম্যাচের ২২ মিনিটে সমতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফেরান। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে। আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।

৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্রায় বাইলাইনের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন তিনি। পরে তা বাম প্রান্তের পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। বিরতির পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ৬টি পরিবর্তন এনেছে। তার পরেও আক্রমণে সেভাবে ধার ছিল না। ফলে ব্যবধানে হেরফের হয়নি। ভুটান চেষ্টা করেও পারেনি কিছু করতে।

এ সম্পর্কিত আরও খবর