ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড হ্যারি কেইনকে দলে ভেড়াতে শেষ কিছু দিন ধরেই নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নের ওই চেষ্টা আলোর অবশেষে সফল হতে চলেছে।
সিজিটিএন জানিয়েছে, জার্মান চ্যাম্পিয়নরা কেইনকে পাওয়ার জন্য ১২০৭ কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যা কিনা ওই প্রস্তাবে শেষমেষ সাড়া দিয়েছে কেইনের দল টটেনহ্যাম হটস্পার।
দ্য অ্যাথলেটিকসহ ইউরোপীয় শীর্ষ সারির সংবাদ মাধ্যম জানাচ্ছে, বায়ার্নের ১০ কোটি ইউরো সমমানের প্রস্তাবটা বুধবারই (৯ আগস্ট) মেনে নিয়েছে টটেনহ্যাম।
কিন্তু, এ বিষয়ে এখনও কোনও কিছুই চূড়ান্ত না। কারণ, এখন হ্যারি কেইনকে এখন রাজি করাতে হবে বায়ার্নকে।
৩০ বছর বয়সি এই ফরোয়ার্ড টটেনহ্যামের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে আছেন এখন, চুক্তির বাকি আছে আর ১২ মাস। তবে নতুন কোচ আন্তে পোস্তেকোগ্লুর অধীনে সময়টা উপভোগ করছেন বলেই জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যম।
তাই টটেনহ্যামও আশাবাদী ছিল তাকে নতুন চুক্তিতে সই করানোর ক্ষেত্রে।
প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ আগস্ট। তার আগেই স্পার্সরা চাইছিল বিষয়টার ফয়সালা করতে। কিন্তু, সে চেষ্টা আলোর মুখ না দেখায় তাকে দলবদলের তালিকায় তুলে দিয়েছে ক্লাবটি। এবার বায়ার্নের প্রস্তাবেও হ্যাঁ বলে দিল টটেনহ্যাম।