সাড়ে চারটায় শুরু ৪২ ওভারের ম্যাচ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-21 16:18:29

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের দুই ঘণ্টা ভেসে গেল বৃষ্টিতে। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে এল। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দুই দলের ইনিংস নেমে এল ৪২ ওভারে। এর মধ্যে ফের বৃষ্টি না হলে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটায়।

মিরপুরে টসের পরপরই এক পশলা বৃষ্টি হয়। তবে সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আম্পায়ার এবং খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন ঠিক ঝকঝক না হলেও আকাশে ভালো রোদ ছিল। কিন্তু নিউজিল্যান্ড ইনিংস পঞ্চম ওভারে গড়াতেই বৃষ্টি ফের হাজির।

মিরপুরের আকাশে ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে আসা বৃষ্টিতে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। তার আগে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান করেছে কিউইরা।

বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই এদিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

এ সম্পর্কিত আরও খবর