শুরুর ধাক্কা সামলে ভয়ঙ্কর হচ্ছে কিউইরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-23 15:36:24

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের আগ্রাসী পেস আক্রমণের বিপক্ষে শুরুতে বেশ ধুঁকতে হয়েছে নিউজিল্যান্ডকে। পাওয়ার প্লের আগেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় সফরকারীরা। এরপর অবশ্য উইকেটে নেমে শুরুর ধাক্কা সামলে নেন হ্যানরি নিকোলাস ও টম ব্লান্ডেল। এই দু’জনের জুটিতে ভর করেই সামনে এগুচ্ছে কিউরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভার শেষে ৯৮ রান খরচায় ৩ উইকেট। ৩৭ রানে উইকেটে আছেন নিকোলাস। অন্যপ্রান্তে ৩০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ব্লান্ডেল।

সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডকে ভুগিয়েছিল মুস্তাফিজ। এ ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। পাওয়ার প্লেতে তার আগ্রাসী বোলিংয়ে অল্পতেই সাজঘরের পথ ধরতে হয় কিউইদের দুই ওপেনারকে।

এদিন বল হাতে তুলে নিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই কিউই ওপেনার উইল ইয়াংকে শূন্য রানে সাজঘরে ফেরান মুস্তাফিজ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ইয়াং। এরপর সপ্তম সপ্তম ওভারে এসে আরেক ওপেনার ফিন অ্যালেনকেও ফেরান তিনি। ১৫ বলে ১২ রান করে ফিজের দ্বিতীয় শিকার হন এই ওপেনার।

খানিক পর অভিষিক্ত খালেদ আহমেদ এসে মুস্তাফিজকে সঙ্গ দেন উইকেট তোলায়। ওয়ানডে অভিষেকের প্রথম ওভারেই উইকেট পেয়ে যান তিনি। ফেরান ১৪ রানে থাকা চ্যাড বোয়েসকে।

এর পরের গল্পটা লিখছেন নিকোলাস-ব্লান্ডেল জুটি। চতুর্থ উইকেটে জুটিতে এরইমধ্যে এই দু’জনে স্কোরবোর্ডে যোগ করে ফেলেছেন ৬২ রান।

এ সম্পর্কিত আরও খবর