জিততে বাংলাদেশের চাই ২৫৫

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-23 19:18:09

শুরুতে কোণঠাসা হয়ে পড়লেও শেষ অব্দি চ্যালেঞ্জিং স্কোর গড়ল নিউজিল্যান্ড। বাংলাদেশকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়লো কিউইরা। ৩৬ রানে ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত মিডল অর্ডার ও টেল এন্ডারদের দারুণ ব্যাটিংয়ে এই স্কোর গড়ে সফরকারীরা।

মিরপুরের শেরেবাংলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদ ও অফ স্পিনার শেখ মাহদি হাসান।

প্রথম ওয়ানডের মতো এদিনও অল্প রানেই টপ অর্ডার হারিয়ে বসে নিউজিল্যান্ড। ৩৬ রানে সফরকারীদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকে নিকোলস এবং ব্লানডেলের জুটি টেনে তোলে কিউইদের। চতুর্থ উইকেটে তাদের ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় নিউজিল্যান্ড।

তবে খালেদ-হাসান মাহমুদদের বোলিংয়ে স্বল্প বিরতিতে নিউজিল্যান্ডের মিডল অর্ডারও সাজঘরের পথ ধরে। ১৮৭ রানের ভেতরে কিউইরা প্রথম সাত ব্যাটারকে হারায়। তবে লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

মানকাডিং থেকে বেঁচে গিয়ে ৩৫ রান করেছেন কিউই স্পিনিং অলরাউন্ডার ইশ সোধি। হাসান মাহমুদ তাকে মানকাডিংয়ের ফাঁদে ফেলে আউট করলেও স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত স্থাপন করে সোধিকে আবারও ক্রিজে ফিরিয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

এ সম্পর্কিত আরও খবর