ইশ সোধির এক ওভারেই দুই উইকেট হারালো বাংলাদেশ। উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম এবং দীর্ঘ সময় পর দলে ফেরা সৌম্য সরকার।
সোধির করা ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলটিকে শুন্য ভাসিয়ে খেলেও অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তানজিদ। মিড অফে থাকা ফিল্ডারের নাগালের বাইরে থাকায় সে বল চলে যায় সীমানার ওপারে। এর এক বল পর আবারও একই কায়দায় খেলার চেষ্টা করলেন, এবার আর মিড অফে থাকা কিউই অধিনায়ক লকি ফার্গুসনকে বোকা বানানো সম্ভব হলো না। হালকা ঝাঁপ দিয়ে সহজেই বল তালুবন্দি করেন তিনি।
তিন চারে ১২ রান করা তানজিদের ইনিংস সেখানেই থামে। চারে নেমে দুই বল খেলতেই সোধিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন ফর্ম হাতড়ে বেড়ানো সৌম্য সরকার। আউট অব ফর্ম হওয়ার পরও তাকে দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। হয়ত ভেবেছিলেন, ঘরের মাঠে কিউইদের বিপক্ষে যদি ব্যাটে হাসি ফেরে তার। তবে সে আশায় আপাতত গুঁড়ে বালি!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১২ ওভারে ৩ উইকেটে ৬৫। ৩৯* রানে ব্যাট করছেন ওপেনার তামিম ইকবাল।