ভারতীয় সমর্থকদের তোপের মুখে পিছু হটলেন পাকিস্তানের ক্রিকেট কর্তা

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-30 23:45:34

ভারতকে 'দুশমন দেশ' বলার পর থেকেই বেশ তোপের মুখে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। তবে এরপরই শুরু হয়েছে নিন্দার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকে একহাত নিয়েছেন।

এবার সেটা থেকে বাঁচতেই নতুন এক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে "দুশমন মুলক" বলার পর এবার করা হয়েছে প্রশংসা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'পাকিস্তান দলকে দেওয়া অভ্যর্থনা নিয়ে সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি বলেছেন, পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দ্রাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।'

পরিষ্কার করতে চেষ্টা করা হয়েছে দুশমন দেশ বলার প্রসঙ্গটিও, 'যখনই ভারত-পাকিস্তান মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকেরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।'

এর আগে ভারতকে দুশমন দেশ বলায় বিপাকেই পড়েন জাকা। মূলত তার বক্তব্য ছিলো ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে। সেখানে তিনি বলেন, 'নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন দুশমন দেশে বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেনো তাদের মন বড় থাকে।'

এ সম্পর্কিত আরও খবর