বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-10-02 20:54:40

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে গত কয়েক মাসের ব্যাটিং বিপর্যয়ের গল্প ভুলিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ম্যাচে আবার ফিরল সে ভূত। সে ভূত ঘাড় মটকাতে পারল না কেবল টপ অর্ডারে বাংলাদেশের নতুন ভরসার নাম মেহেদী হাসান মিরাজের। বাকি ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে না পারায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩৭ ওভারে নেমে আসা ইনিংসে ৯ উইকেটে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ।

৮৯ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন মিরাজ। ডেভিড উইলির বলে বোল্ড হয়ে ফেরার আগে ১০ চারে অনবদ্য এই ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নেমে ৪৫ রান করেছেন তানজিদ হাসান তামিম। এই দুজন বাদে বাকিদের কেউ ২০-এর কোটাও স্পর্শ করতে পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের শুরুতেই ছন্দপতন হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা লিটন দাস ওপেন করতে নেমে ফিরেছেন ৫ রান করে। ২ রানে সাজঘরের পথ ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস বড় করতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহও (১৮)। ইংলিশদের পক্ষে ৫ ওভার বোলিং করে ২৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রিস টপলি।

বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে এখন জয়ের জন্য ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের চাই ১৯৭ রান।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

এ সম্পর্কিত আরও খবর