মদ কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পথে পাঁচ ফুটবলার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম ঢাকা | 2023-10-04 20:42:59

এএফসি কাপে ভারতের ওডিশা এফসির বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই জানা যায়, গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে হজরত শাহজালাল বিমানবন্দরের ৬৪ বোতল বিদেশি মদ নিয়ে ধরা পরেন বসুন্ধরার পাঁচ ফুটবলার। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস। এবার তারা নিষিদ্ধ হতে যাচ্ছেন জাতীয় দল থেকেও, এমনই আভাস মিলিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের থেকে।

আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রাক–বাছাইয়ের দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। সেখানে মদ কাণ্ডে অভিযোক্ত ওই পাঁচ ফুটবলারকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘ওই খেলোয়াড়দের জাতীয় দলের জন্য বিবেচনা করা কঠিন। কারণ, আমি মনে করি শৃঙ্খলাজনিত শাস্তি সবার জন্যই হওয়া উচিত। আমার যেটা মনে হয়, কোচ সম্ভবত তাদের জাতীয় দলে নেবে না।’

অভিযুক্ত ওই পাঁচ ফুটবলার হলেন তপু বর্মণ, আনিসুর রহমান, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। তাদের বিষয়ে ক্লাবের পক্ষ থেকেও বাফুফেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘৩–৪ দিন আগে বসুন্ধরা কিংস থেকে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে তারা ৪-৫ জন খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। খেলোয়াড়েরা ক্লাবের কাছে ক্ষমা চেয়েছে। ক্লাব যখন শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা নেয়, বাফুফের দায়িত্ব হয়ে যায় বিষয়টা দেখা। আমরা সেটা দেখছি। তদন্ত করতে দিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর