টি-টেন লিগে দল পাননি তামিম-লিটন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-10-10 12:08:48

গতকাল, সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে টি-টেন লিগের এবারের আসরে ড্রাফট। যেখানে  ছিল তামিম ইকবাল, লিটন দাশল। তাসকিন আহমেদ এবং জিয়াউর রহমানের রহমানের মতো বেশকিছু বাংলাদেশি ক্রিকেটারের নাম। তবে তাসকিন এবং জিয়াউর দল পেলেও, দল পাননি তামিম-লিটন।  

এবারের টি-টেন লিগে টাইগার পেসার তাসকিন আহমেদকে দলে টেনেছে বাংলা টাইগার্স। এছাড়াও, অভিজ্ঞ ক্রিকেটার জিয়াউর রহমানকে দলে টেনেছে নর্দার্ন ওয়ারিয়র্স। গিত আসরে, বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার ড্রাফটের আগেই সাকিবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে দলে রেখে দিয়েছে তারা।

সাকিব ছাড়াও আরও মাথিশা পাথিরানা, ইফতিখার আহমেদ এবং রোহান মোস্তফাকে রিটেইন করেছে বাংলা টাইগার্স। তবে তাসকিন ছাড়াও রাসি ভান ডার ডুসেন, রিস টপলি, কুশাল মেন্ডিসের মতো ক্রিকেটারদের এবারের ড্রাফট থেকে ভিড়িয়েছে দলটি।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবারের টি-টেন লিগ। যেখানে অংশগ্রহণ করবে মোট ৮টি দল।  

 

 

এ সম্পর্কিত আরও খবর