লিটন-তানজিদে স্বস্তির শুরু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 18:37:11

সময়ের অন্যতম মহারণ। বাংলাদেশ-ভারত ম্যাচ। মাঠের বাইরে শক্তি-সামর্থ্যের পরিসংখ্যান যেমনই থাকুক, মাঠে নামলেই যেন সৃষ্টি হয় অন্য এক আবহাওয়া, বাজে লড়াইয়ের ঘণ্টা। তবে এমন এক ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি। সে সুবিধা নিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। পরপর দুটি ম্যাচে হারায় জিততে মরিয়া মিরাজ-মুশফিকরা। বিপক্ষে আসরের অন্যতম ফেবারেট, স্বাগতিক দল, ব্যাট হাতে বিধ্বংসী লাইন-আপ, ভারত। তাদের বিপক্ষে লড়তে বড় সংগ্রহ ছাড়া নেই বাড়তি অপশন। তবে শুরুটা হলো একটু ভিন্ন ধাঁচের। উইকেট বাঁচিয়ে ধীরগতিতে চলছেন ব্যাটাররা। চলমান টপ-অর্ডার এড়াতেই কি এমন পথ?

এদিন শুরু থেকেই পেসারদের বেশ বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সময় নিয়ে থিতু হবার দিকে এগোচ্ছেন তারা। ক্রমেই ভারতীয় পেসারদের ওপর চড়াও হন লিটন-তানজিদ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান করেছে বাংলাদেশ। লিটন অপরাজিত আছেন ২১ রানে। ওপর প্রান্তে সময় গড়ালে তাণ্ডব চালাতে থাকেন তানজিদ। ব্যাট করছেন ৪০ রানে। প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে ২ ছক্কা ও এক চারের মারে ১৬ রানে নেন বাঁহাতি এই ব্যাটার। 

এর আগে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ হেরেছে তাদের সবশেষ দুটি ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত শর্মার দল।

বাংলাদেশ দলে সাকিব ছাড়াও বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ হয়েছে হাসান মাহমুদের। বিশ্বকাপে নিজের অভিষেক হচ্ছে তার। সাকিবের জায়গায় বাঁহাতি স্পিনার হিসেবে দলে সুযোগ হয়েছে নাসুম আহমেদের। তারও বিশ্বকাপে অভিষেক ম্যাচ এটি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

 

এ সম্পর্কিত আরও খবর