লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 16:46:56

শুরুটা বেশ ভালো ছিল বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৯৩ রানের ওপেনিং জুটি। ফিফটি করে তানজিদ ফেরার পর আরেক ওপেনার লিটন দাসও পান ফিফটির দেখা। তবে এরপরই আসে বিপত্তি। ২৭ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। 

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পেসারদের বেশ বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সময় নিয়ে হন থিতু। ৪১ বলে একদিনের ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নেন তানজিদ। তবে বড় করতে পারলেন না ইনিংস। কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পরে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। তবে দিনটা রাঙাতে পারলেন না নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপে নিজের ক্যাপ্টেন্সির অভিষেকের দিনে ফিরলেন কেবল ৮ রানে। দলীয় ১২৯ রানের মাথায় মেহেদী হাসান মিরাজও (৩) হাঁটলেন একই পথে।

অন্য প্রান্ত আগলে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন লিটন। তবে তাকে ফেরালেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ফলে বাড়ে চাপের মাত্রা। ৮২ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।  

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ১৪০ রানে তুলেছে বাংলাদেশ। 

এ সম্পর্কিত আরও খবর