মাঝ ইনিংসেও চালকের অবস্থানে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 21:37:55

লক্ষ্য ২৫৭ রান। আধুনিক একদিনের ক্রিকেটে যা পরিমিত না, আবার মোটে সামান্যও না। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে তা একদমই মামুলি বানিয়ে ফেলেছেন ভারতীয় ব্যাটাররা। এগোচ্ছন টি-টোয়েন্টি মেজাজে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে স্বাগতিকরা।

ব্যাট নিজেদের আগ্রসন এর আগেই জানান নিয়েছে স্বাগতিক ভারত। টানা তিন ম্যাচ দাপুটে জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। বাংলাদেশের দেয়া লড়াকু পুঁজির জবাবে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভারতীয় ওপেনাররা। প্রথম ম্যাচে শুন্য রানে ফেরার পর থেকে প্রতি ম্যাচেই তাণ্ডব চালাচ্ছেন রোহিত। এদিও একই ভঙ্গিতে করেছেন শুরু। তবে ফিফটির আগেই তাকে ফেরালেন পেসার হাসান মাহমুদ। ৪০ বলে ৪৮ রান করে ফেরেন রোহিত।

তবে অন্য প্রান্তে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার গিল। ৫২ বলে ফিফটি তুলে নেয়া এই ব্যাটারকে (৫৩) ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাউন্ডারি প্রান্ত থেকে দারুণ এক ক্যাচ নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

শ্রেয়াস আইয়ারকে নিয়ে রানের চাকা সচল রেখে এগোচ্ছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ৪২ রানে অপরাজিত আছেন তিনি। 

জয়ের জন্য ১৫০ বলে কেবল ৯৬ রান দরকার ভারতের। 

এ সম্পর্কিত আরও খবর