টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-20 14:17:56

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দলে বিশ্বকাপ অভিষেক হচ্ছে উসামা মীরের। শাদাব খানের পরিবর্তে দলে সুযোগ হয়েছে তার।

এর আগে সবশেষ ম্যাচেই ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পর সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে চায় দলটি।

অন্যদিকে দাপুটে জয়ে আসর শুরু করেছে পাকিস্তান। টানা দুই ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। তাছাড়া অজিদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচেই জয়ের সুখস্মৃতি রয়েছে বাবর আজমের দলের।

বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচ এটি। বলা হচ্ছে, এ ম্যাচেই ঠিক হবে বিশ্বকাপের সেমিফাইনালের গতিপথ। কেননা, জয়ী দল নিশ্চিতভাবেই এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। তবে কোনো কারণে অজিরা ম্যাচটি হারলে তাদের জন্য বেশ কঠিনই হয়ে পড়বে সেমিফাইনাল। অন্যদিকে পাকিস্তান হারলেও সেমিফাইনাল খেলতে সামনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের।

পাকিস্তান একাদশ: আআব্দুল্লাহ শফিক, ইমাম উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

.

এ সম্পর্কিত আরও খবর