শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সেমিফাইনালের রেসে টিকে থাকার ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথুজকে ফিরিয়েছে লঙ্কানরা। সেই সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন লাহিরু কুমারা।
ব্যাঙ্গালুরুতে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামছে উভয়েই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় জয় ছাড়া বিকল্প নেই কারোরই।
এর আগে শ্রীলঙ্কার সাথে দুইবারের দেখাতেই জয় পেয়েছে ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ইংলিশরা। কিন্তু লঙ্কান ব্যাটাররা জ্বলে উঠলে জয় পেতে বেশ বেগ পেতে হবে জশ বাটলারদের। ছেড়ে কথা বলবেন না ইংলিশ ব্যাটাররাও। ব্যাঙ্গালুরুতে এই ব্যাটিং উইকেটে কে কত বড় পুঁজি সংগ্রহ করে সেমির দৌড়ে নিজেদের আশা ধরে রাখবে সেটি দেখাই এখন সময়ের অপেক্ষা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাধুশঙ্কা, লাহিরু কুমারা।