বিশ্বকাপের মাঝপথেই হঠাৎ লঙ্কান স্কোয়াডে যোগ দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফিরেই শুরু করলেন বেশ দারুণ ভাবেই। বল হাতে ১ উইকেটে নেয়ার পর করেছেন একটা রান আউটও। যার ফলে পাওয়ারপ্লের মধ্যেই ইংল্যান্ডের ২ উইকেট নিয়ে নেয় শ্রীলঙ্কা। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান।
টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা উড়ন্ত করলেও দলীয় ৪৫ রানে ইংলিশ ব্যাটার দাউইদ মালানকে আউট করেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর কিছুক্ষণ পরই দলীয় ৫৭ রানে ব্যাটার জো রুটকে রান আউট করেন ম্যাথিউস। রুট করেন মাত্র ৩ রান। খুব বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি আরেক ব্যাটার জনি বেয়ারস্টোও (৩০), দলীয় ৬৮ রানে কাসুন রাজিথার বলে আউট হয়েছেন তিনি। ইংলিশদের হয়ে বর্তমানে ব্যাট করছেন বেন স্টোকস এবং জস বাটলার।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ম্যাথিউস এবং রাজিথা উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।