শুরুতেই নেই তানজিদ-শান্ত, আফ্রিদি ঝড়ে কাবু বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-31 14:56:02

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। উদ্দেশ্য পাকিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়া। সেটা অবশ্য শুরুতেই শঙ্কার মুখে পড়ে গিয়েছে। ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে ফিরতে হয়েছে তানজিদ তামিমকে। রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর দ্বিতীয় ওভারে এসে ফের নাজমুল শান্তর উইকেটও তুলে নিয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট খরচায় ৯ রান। শুরুর ধাক্কা সামাল দিতে মুশফিককে চার নাম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছে। অপর প্রান্তে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন লিটন দাস।

বিশ্বকাপে সেমির রেস থেকে এরইমধ্যে ছিটকে গিয়েছে বাংলাদেশ। এরপরও চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর