বিশ্বকাপের পরেই স্টোকসের হাঁটুতে অস্ত্রোপচার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-04 16:51:13

হাঁটুর সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। সেই সমস্যা সমাধানেই চলমান বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাবেন তিনি।

ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের এই নায়ক গত বছর একদিনের ক্রিকেট থেকে অবসর নেন। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন বলেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে বিশ্বকাপ সামনে রেখে গত আগস্টে অবসর ভেঙে ফের ওয়ানডে দলে যোগ দেন ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

চোট নিয়ে এখনো ভুগছেন স্টোকস। খেলননি আসরের শুরুর কয়েক ম্যাচেও। এমনকি অবসরে ভেঙে ফেরার পর থেকে কেবল ব্যাটিং করছেন তিনি। তাই দ্রুতই হাঁটুর সমস্যা সমাধানে টুর্নামেন্ট শেষ হলেই অস্ত্রোপচার করাবে।

আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। এর আগে সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করছেন স্টোকস।

স্টোকস বলেন, “এটি (অস্ত্রোপচার) কখন করা হবে তা ঠিক করতে অনেক সময় নেওয়া হয়েছে।”

“অবশ্যই ভারত টেস্ট সিরিজ যা আমরা জানুয়ারির শেষের দিকে শুরু করব, ততক্ষণে আমার যাওয়া উচিত।”

 

এ সম্পর্কিত আরও খবর