মালান-স্টোকসে সঠিক পথেই আছে ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-04 20:39:53

অস্ট্রেলিয়ার ২৮৭ রানের লক্ষ্যে ইংল্যান্ডের শুরুটা হয়েছে ভয়াবহ। আজও ব্যর্থ জনি বেয়ারস্টো। ফিরেছেন ইনিংসের প্রথম বলেই। এরপর অভিজ্ঞ জো রুটও ফিরেছেন দ্রুতই। ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। শঙ্কা জাগে ব্যাটিংয়ে ধস নামার। সেটা অবশ্য এদিন হতে দেয়নি অভিজ্ঞ বেন স্টোকসও ডেভিড মালান। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সঠিক পথেই আছে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০১ রান জমা করেছে ইংল্যান্ড। ফিফটির পথে আছেন মালান ও স্টোকস।

বিশ্বকাপের রেস থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। এরপরও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই জস বাটলারদের। অন্যদিকে সেমির টিকিট পেতে জয় চায় অজিদেরও। এমন ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। লক্ষ্য অজিদের অল্পতে বেধে ফেলা।

সেই কাজটা শুরুতে বেশ দক্ষতার সঙ্গে করলেও মাঝে খেই হারিয়েছে ইংলিশ বোলাররা। ধাক্কা সামলে ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট ছুড়ে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন মার্নাস লাবুশেন।

এ সম্পর্কিত আরও খবর