চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে নামছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪, স্পোর্টস | 2023-11-06 11:45:35

কাগজে-কলমে এখনো সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার, অপরদিকে সেমিতে খেলার স্বপ্ন দেখা থেকে বহু আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এখন ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারলেই যেন নিজেদের ভাগ্যবান বলে মনে করবে বাংলাদেশ দল এবং সমর্থকরা।

দিল্লিতে নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আজ সোমবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সবশেষ তিন দেখাতেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। এবারের বিশ্বকাপ আসরে একের পর এক শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসানের দলকে। ৭ ম্যাচে মাত্র এক জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।

ব্যাটিং ও বোলিং দুইক্ষেত্রেই নিজেদের সামর্থ্যের ধারেকাছেও পারফরম্যান্স দেখাতে পারেনি টিম টাইগার্স। ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আজকে জয় ছাড়া বিকল্প নেই তাদের কাছে।

৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লঙ্কানরা। সেমির আশা জিইয়ে রাখতে আজ তাদের হাতেও জয় ছাড়া বিকল্প নেই। আজ জিতে গেলেও তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানেও পূর্ণ পয়েন্ট আদায় করতে হবে তাদের। তারপরও রানরেটের সমীকরণে শঙ্কার মধ্যে থাকা লাগবে তাদের।

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে যদিও আশাবাদী। একদিন আগেই বলছিলেন, ‘আমার মনে হয় এখনও সুযোগ রয়েছে। আমরা এখনও একটা ভালো দল। আমরা যেমন খেলছি তার চেয়েও আমরা ভালো একটা দল। এখনও নিজেদের সেরা ম্যাচটা খেলতে পারিনি। সেরার ধারেকাছেও যেতে পারিনি। আমরা এখনও মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ আমাদের আছে।’

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস একইভাবে বললেন, ‘আমরা একদমই ভালো খেলতে পারিনি। কিন্তু আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেজন্য আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে এগিয়ে যেতে হবে।’

উভয় দলের জন্যই আজ বাঁচা-মরার লড়াই। নিজেদের সর্বোচ্চটা নিয়েই তাই মাঠে নামবে দুই দল। লিটন-সাকিব নাকি নিসাংকা-মেন্ডিস, দিল্লির মাঠে কারা নিজেদের ব্যাটিং দিয়ে দলের জন্য অবদান রাখবেন সেটাই দেখার।

এ সম্পর্কিত আরও খবর