এনসিএলের সেই মুরাদকেই কিউই সিরিজে চান হাথুরুসিংহে 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-26 16:44:33

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার হাসান মুরাদ। এনসিএলে নিজের সেরা সময় পার করা এই ক্রিকেটার এখন জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। এনসিলের গত দুই আসরেরই সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের কাছে বাড়তি কিছু চাইছেন না বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে তার স্বাভাবিক খেলাতেই মনোযোগ দিতে বলছেন সাবেক শ্রীলঙ্কার এই ক্রিকেটার।

সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ নভেম্বর। সেটিকে সামনে রেখে দুই দল ইতিমধ্যে অবস্থান করছে সিলেটে। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ (রোববার) হাথুরুসিংহে বলেন, হাসান মুরাদের কাছে আমার বার্তা থাকবে, এক্স ফ্যাক্টর হওয়ার দরকার নেই। গত দুই এনসিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছ। ওখানে যা করেছ, এখানেও তাই করো।’

সাকিব না থাকলেও দলে আছেন একাধিক স্পিনার। তাই এই ক্ষেত্রে স্বাগতিকদের এগিয়ে রাখছেন প্রধান কোচ।

‘তাইজুল, মিরাজ অনেক অভিজ্ঞ। তাইজুলের সম্ভবত ২০০টা টেস্ট উইকেট আছে। সে অবশ্যই সামনে থেকে নেতৃত্ব দিবে, সঙ্গে মিরাজও আছে। তরুণ মুরাদ, নাঈম হাসান আছে। আমি মনে করি, এই কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে।'

প্রথম শ্রেণির ক্রিকেটে মুরাদের অভিষেক ২০২১ সালে। সেখানে এখন পর্যন্ত ২৫ ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট। এবার পালা জাতীয় দলের হয়ে নিজেক মেলে ধরার।

এ সম্পর্কিত আরও খবর