কিউইদের শুরুতেই চাপে ফেলে মধ্যাহ্ন বিরতিতে শান্তরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-29 11:43:37

দিনের শুরুতেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। এতে শুরুতেই ব্যাটিংয়ের সুযোগ পায় সফরকারীরা। সেখানে বেশ সাবলীল ভঙ্গিতে এগোতে থাকেন দুই কিউই ওপেনার। তবে তাদের বেশিক্ষণ স্বাচ্ছন্দ্যে থাকতে দেননি স্বাগতিকদের স্পিনাররা। ১৫ বলের ব্যবধানেই দুই ওপেনারকে ফেরায় তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে টিম সাউদির দল। 

এর আগে দিনের প্রথম বলে স্বাগতিকদের শেষ উইকেট তুলে নেন কিউই অধিনায়ক টিম সাউদি। এতে প্রথম দিন শেষের স্কোর (৩১০) নিয়েই নিজেদের প্রথম ইনিংস শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

ব্যাটিং নেমে শুরুর ওভারেই দুই চার মেরে কিছুটা আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেয় কিউইরা। তবে সময় গড়ালে বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে তাদের থিতু হলেন না স্পিনাররা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথামকে (২১) ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল। দুই ওভার বাদেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে (১২)।

৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের ছন্দে ফেরাতে হেনরি নিকলসকে নিয়ে এগোচ্ছেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ৩৫ বলে ২৬ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার।

এ সম্পর্কিত আরও খবর