দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুল-শান্তও, শুরুতেই চাপে বাংলাদেশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-06 11:34:09

সিলেট টেস্টে দাপুটে জয় বেশ ফুরফুরে মেজাজেই দ্বিতীয় টেস্টে নামে স্বাগতিকরা। ঢাকা টেস্টে কিউইদের থামিয়ে আরও একটি ইতিহাস গড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে টেস্টের প্রথম দিনের শুরুতেই হোঁচট খেল নাজমুল হোসেন শান্তর দল। ২৯ রানের মাথায় সাজঘরে ফিরলেন দুই ওপেনার।

ওভার দুয়েক পরে একই পথে হাঁটলেন তিনে নামা মুমিনুলও।  কিছুটা বুঝেশুনে খেলতে থাকা অধিনায়ক শান্তও ফিরলেন পরের ওভারেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ৪৭ রান। 

ঢাকা টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সাবধানী অবস্থানে থেকে পেসারদের খেলতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে বিপত্তি আসে স্পিনার এলেই। অষ্টম ওভারে একাদশে ফেরা মিচেল সান্টনারকে বলে থামান কিউই অধিনায়ক টিম সাউদি। সেখানে নিজের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন সান্টনার। ব্যাটিং ব্যর্থতার আরেকটি দিনে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির (৮)। পরের ওভারের ফিরলেন আরেক ওপেনার জয়ও (১৪)। অ্যাজাজ প্যাটেলের বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই ডানহাতি ব্যাটার। 

মুমিনুল হককে নিয়ে চাপ সামলে এগোনোর আশা দেখান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেখানে আবারও বাঁধা দেন সান্টনার-অ্যাজাজ। দলীয় ৪১ রানের মাথায় মুমিনুল (৫) ফেরার পরের ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেরেন শান্ত (৯)। 

 

এ সম্পর্কিত আরও খবর