জ্যোতি-মারুফাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-06 16:08:11

খুব বেশিদিন আগের কথা না। এক বছর আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে ইতিহাস গড়েছিল তামিম ইকবাল নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সেবার প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এবার একই সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনেও, আজ দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে তাদের সামনেও থাকছে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ  জেতার সুযোগ। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দলের বিপক্ষে এক দাপুটে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের প্রথম ম্যাচের দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে শুরু থেকেই সমানে সমানে লড়াই করেছিল টাইগ্রেসরা। কিন্তু এদিন ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল স্বর্ণা আক্তারের ৫ উইকেট। যার কারণে এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

এইতো কয়েকদিন আগেই পাকিস্তান নারী দলের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

 

এ সম্পর্কিত আরও খবর