স্বল্প পুঁজিতেই শান্তদের লিডের আশা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-07 10:07:31

সিলেট টেস্ট স্পিন উইকেটের পাশাপাশি ছিল ব্যাটিং সহায়কও। দুই দলের চার ইনিংসের তিনটিই ছিল তিনশ পেরোনো। তবে ঢাকা টেস্টে দেখা গেল ভিন্ন কিছু। প্রথম দিনটা ছিল কেবলই বোলারদের, পরিস্কার করে বলতে গেলে স্পিনারদের। 

দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেনে কিউই পেসারদের বেশ দেখেশুনেই খেলতে থাকে স্বাগতিক দলের ওপেনাররা। তবে বিপত্তি আসে স্পিনার আক্রমণ এলেই। প্রথম সেশনের শুরুতে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শেষ দিকে নাজমুল হোসেন শান্তর দল হারায় আরও চারটি উইকেট। 

বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ উইকেট, শরিফুল ইসলামকে আউট করেন নিউজিল্যান্ডের অধিনায়ক পেসার টিম সাউদি। এবং মুশফিক আউট হন বিরল ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এ। বাকি আট উইকেটই নিয়েছেন তিন স্পিনার মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস ও অ্যাজাজ প্যাটেল। 

সেশন শুরুর নবম ওভারে (৬৬ ওভার ২ বল) ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানের স্বল্প পুঁজিতেই থামেন শান্তরা। তবে কিউই ব্যাটারদেরও পড়তে হয়েছে সেই একই জুজুতে, স্পিন অ্যাটাক।

শুরুতে কিউই ওপেনার কিছুটা আগ্রাসী দেখা যায়। ব্যাট হাতে তারা রানের খাতা খুলেন ছক্কা হাকিয়ে। তবে ষষ্ঠ ওভারেই পাল্টে যায় চিত্র। শুরুর ৩০ রান যোগেই সাজঘরে ফেরেন। এরপর আলোক স্বল্পতার ১১ ওভার আগেই স্টাম্পস ঘোষণা করেন আম্পায়াররা। সেখানে ১২ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড। ১২ রানে অপরাজিত আছেন ড্যারিল মিচেল। ১১৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।  

আগেই দিন আলোক স্বল্পতা বেশ ভুগিয়েছে দুই দলকেই। দিনের বেশিরভাগ খেলা হয়েছে ফ্লাডলাইটে। শেষ দিকে অবস্থা বেশি খারাপ থাকায় নির্ধারিত সময়ের আগেই দিন শেষের ঘোষণা দেন আম্পায়াররা। এতে দ্বিতীয় দিনের সময়সূচীতে কিছুটা পরিবর্তন এনেছে ম্যাচ অফিশিয়ালসরা। ১৫ মিনিট এগিয়ে ম্যাচ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে। 

এ সম্পর্কিত আরও খবর