ব্যাটিং নিয়ে হতাশ শান্ত

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-12-09 18:30:01

শীত জেঁকে বসার আগেই সিলেটে নিউজিল্যান্ডকে ‘কাঁপিয়ে’ দিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস আর দ্বিতীয় ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে দুর্দান্ত ১০৫ রান। বাংলাদেশের ১৫০ রানের জয়ে তাইজুল-মিরাজদের মতো অবদান রেখেছিলেন ব্যাটাররাও। কিন্তু মিরপুরে দেখা গেল ভিন্ন চিত্র।

 উইকেটের সহায়তা নিয়ে স্পিনাররা মিরপুরেও উজ্জ্বল ছিলেন। কিন্তু গোল পাকিয়েছে ব্যাটিংয়ে। দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস দেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে হারের জন্য তাই অধিনায়ক শান্ত ব্যাটারদেরই কাঠগড়ায় তুলেছেন, ‘ ‘সিলেটের উইকেটটায় বোলারদের জন্য খুব বেশি হেল্প যে ছিল, তা বলব না। বোলাররা বোলিং করেছে, ব্যাটাররাও কষ্ট করে রান করেছে। দুই ধরনের হেল্পই ছিল। এই টেস্টের কথা যদি বলি, আমরা ব্যাটাররা খুব একটা ভালো ব্যাটিং করিনি।’ 

এই টেস্টের প্রথম দিন শেষে ব্যাটিং নিয়ে আক্ষেপ করেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। সংবাদ সম্মেলনে বলেছিলেন, উইকেট অনুযায়ী ৪০-৫০ কম করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে শান্তর কথাতেও মিরাজের সে আক্ষপ উঠে এল, ‘প্রথম ইনিংসে ২৩০-২৪০ রানের উইকেট ছিল। ওই জায়গায় আমরা রানটা কম করার কারণে মনে হয়েছে উইকেটটা অনেক খারাপ। অবশ্যই নতুন বলে চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা সিচুয়েশনই থাকে, যখন আমরা অ্যাওয়েতে খেলি, তখনও নতুন বলের চ্যালেঞ্জটা থাকে। তো এখানে আলাদা কিছুই ছিল না। আমরা ব্যাটিংটা আরেকটু বেটার করলে হয়তো এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না।’

অন্যদিকে কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস উইকেট বুঝে প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। দুই ইনিংসেই তার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে জিতেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের ব্যাটিংয়ে এই দায়িত্বশীলতার ঘাটতি ছিল বলেও মনে করেন শান্ত, ‘যার যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী খেলতে চেয়েছি। কিন্তু এখানে সবাই অনেক যে বেশি আক্রমণ করতে গিয়েছে, বিষয়টা এমন নয়। যার যে পরিকল্পনা ছিল, ওই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে। এক্সিকিউট হয় নাই। আমার মনে হয় দায়িত্বটা যদি আমরা সবাই মিলে নিতাম, তাহলে আরও ভালো কিছু হতে পারত।’

এ সম্পর্কিত আরও খবর