পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৫৫ রানে পিছিয়ে পাকিস্তান 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-15 17:02:16

পার্থ টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা রাঙিয়েছে পাকিস্তানের অভিষিক্ত পেসার আমের জামিল। প্রথম দিনে অজিদের পাঁচ উইকেটের মধ্যে দুটি নিয়েছিলেন জামিল, দ্বিতীয় দিনের এসে একাই নিলেন চারটা। এতে সংগ্রহ পাঁচশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখলেও ৪৮৭ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। 

পরে, দিনের বাকি সময় ব্যাট করে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৪ রান। ৩৫৫ রানে পিছিয়ে পার্থ টেস্টের তৃতীয় দিন শুরু করবে শান মাসুদের দল। 

এর আগে প্রথম দিনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অজিরা। ওপেনিং জুটিতে আসে ১২৬ রান। ৪১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খাজা। 

তবে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকা ডেভিড ওয়ার্নার থিতু হয়ে তুলে নেন সেঞ্চুরি। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ মারনাস লাবুশেনকে ফেরেন কেবল ১৬ রানে। দলীয় ২৩৮ রানের মাথায় ফেরেন স্মিথ (৩০)। 

ওয়ার্নারের মেজাজের যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ট্রাভিস হেড। তবে দলীয় ৩০০ পেরোনোর পর তিনিও ফেরলেন সাজঘরে। এর আগে ৫৩ বলে ব্যক্তিগত খাতায় যোগ করেন ৪০ রান। 

এরপর মিচেল মার্শকে নিয়ে তাণ্ডব জারি রাখেন ওয়ার্নার। হেডের পর থিতু হওয়া ওয়ার্নারকেও ফেরান জামিল। ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কার মারে ১৬৪ রান করেন ওয়ার্নার। ৫ উইকেটে ৩৪৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। 

দ্বিতীয় দিনে পেসের ধার যেন আরও মাত্রা বেড়ে যায় জামিলের। সেঞ্চুরির পথে এগোনো মার্শকে (৯০) ফেরান খুররম শাহজাদ। বাকি চার উইকেট নিজের করে নেন জামিল। ১১১ রাম খরচে ৬ উইকেট শিকারে লাল বলে নিজের প্রথম ইনিংস বেশ ভালোভাবেই রাঙিয়ে রাখলেন ডানহাতি এই পেসার। ৪৮৭ রানে থামে প্যাট কামিন্সের দল। 

পাকিস্তানি ব্যাটার শুরুটা ধীরগতির রাখলেও এগোচ্ছিলেন ভালোভাবেই। আসাদ শফিক ও ইমাম-উল-হকের ৭৪ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। ৪২ রান করে ফেরেন শফিক। দলীয় ১২৩ রানের মাথায় অধিনায়ক মাসুদকে (৩০) ফেরান মিচেল স্টার্ক। ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।

এ সম্পর্কিত আরও খবর