বিজয় দিবস টেনিসে বিকেএসপির জয়জয়কার

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-23 18:04:10

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্ট’ আয়োজন করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।

বিজয় দিবস জুনিয়র টেনিসে বালক একক অনূর্ধ্ব-১৬ বছর গ্রুপে বিকেএসপির সুভিত বড়ুয়া জয় ৭-৫, ৬-৩ গেমে তানভির মুন তুষারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। বালক একক অনূর্ধ্ব-১৪ এর শিরোপাও গেছে বিকেএসপির ঘরে। এই বিভাগে বিকেএসপির কাব্য গায়েন ৬-৩, ৭-৫ গেমে বিকেএসপির-ই আলিফ হোসেনকে ধরাশায়ী করে হয়েছেন চ্যাম্পিয়ন।

বালক একক অনূর্ধ্ব-১২ বছর বিভাগে বিকেএসপির বিজয়কেতন উড়িয়েছেন খুদে তারকা জোবায়ের ইসলাম। ৬-১, ৬-০ গেমে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের সৌরব হাসান ফাহিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। 

বালিকা একক অনূর্ধ্ব-১৬ বছর বিকেএসপির হালিমা জাহান ৬-২, ৬-১ গেমে বিকেএসপির জান্নাতুন ফেরদৌস মিতুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর মাদারিপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-০, ১-৬, ৬-৩ গেমে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের মাসতুরা আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সসহ, বিকেএসপি, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব হতে বালক/বালিকা অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছর গ্রুপে ৫০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ সম্পর্কিত আরও খবর