পাকিস্তানে বন্ধ ম্যাচ সম্প্রচার, নেপথ্যে বেটিং বিজ্ঞাপন 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-28 10:30:50

 

অজিদের মাটিতে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। মেলবোর্নে চলা সেই টেস্টের সম্প্রচার হঠাতই বন্ধ করে দিল পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিটিভি (পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন)। যার নেপথ্যে বেটিং বিজ্ঞাপন। 

অজিদের মাঠে কোনো বিজ্ঞাপন নেই, তবে সম্প্রচারে ভার্চুয়াল বেটিং বিজ্ঞাপন প্রচারের সুত্র ধরেই এমন সিদ্ধান্ত নেয় পিটিভি। এবং বেটিং প্রচার বন্ধ না হওয়া পর্যন্ত পুনরায় সম্প্রচার চালু করবে না বলেও জানিয়েছে পিটিভি। 

এতে তাৎক্ষনিক সিদ্ধান্তে আসে ম্যাচ অফিশিয়াল সম্প্রচারকারীরা। ক্রিকইনফোর সুত্রমত্র, ইতিমধ্যেই সেই ভার্চুয়াল বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। এবং বাকি সময় চলমান সিরিজের বেটিং বিজ্ঞাপনমুক্ত ফিড পাঠানো হবে পাকিস্তানে। 

মঙ্গলবার শুরু হয়ে মেলবোর্ন টেস্ট। এরপরই বেটিং বিজ্ঞাপন নজরে এনে বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। সেখানে বেটিং বিজ্ঞাপন পাকিস্তানে নিষিদ্ধ বলে জানায় তারা। এবং তারই সূত্র ধরে বন্ধ করা হয়েছে সম্প্রচার। 

এ সম্পর্কিত আরও খবর