ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত!

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-29 19:19:50

রাজনৈতিক আলোচনা কিংবা খেলার মাঠ, সবখানেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রিকেট মাঠে লড়াইয়ের সময় এই উত্তাপটা একটু বেশিই টের পায় বিশ্ব। এবার টেনিস খেলাকে কেন্দ্র করেও শুরু হয়েছে ভারত-পাকিস্তানে দ্বন্দ্ব।

টেনিসের সবচেয়ে সম্মানজনক বা বড় শিরোপা ডেভিস কাপ। আসন্ন এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে পাকিস্তানে। আগামী বছর ফেব্রুয়ারিতে গ্রুপ ম্যাচের লড়াই স্বাগতিকদের সঙ্গে ম্যাচ আছে ভারতের। কিন্তু ভারত পাকিস্তানে যেয়ে এই টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

এমনকি পাকিস্তান স্বাগতিক দেশ হওয়ায় ভারতকে এবার এই বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নিজেদের নামও সরিয়ে ফেলতে হতে পারে বলে জানিয়েছে অল ইন্ডিয়া টেনিস এ্যাসোসিয়েশন। তবে বৃহস্পতিবার এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তান সফরের জন্য ভারতীয় সরকারের অনুমতির অপেক্ষায় আছে তারা।

এর আগে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে ভারত আবেদন করেছিল যাতে টুর্নামেন্টটি অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেই আবেদন নাকোচ হওয়ায় এখন ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে ভারত।

অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অনিল ধুপার বলেছেন, 'প্রস্তাবটি এখনো মন্ত্রণালয়ে অধীনে রয়েছে এবং আমরাও সিধান্তের অপেক্ষায় আছি।'

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপেও পাকিস্তানে যেয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। যার ফলস্বরূপ প্রতিবেশি দেশ শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে গেল বিশ্বকাপ আসরে ভারতে এসেই পাকিস্তানকে টুর্নামেন্টের সকল ম্যাচ খেলতে হয়েছিল কারণ অন্য কোনো দেশ বিশ্বকাপ আয়োজনে রাজি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর