পূজারার সেঞ্চুরিতে সিডনিতে ভারতের দিন

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 15:50:08

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই সিডনি টেস্টে খেলতে নেমেছে ভারত। এখানে ড্র কিংবা জয় নতুন উচ্চতায় নিয়ে যাবে দলটিকে। ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। কিন্তু কখনোই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতা হয়নি তাদের! এবার ঐতিহাসিক সাফল্যের দ্বারপ্রান্ত বিরাট কোহলির দল। ২-১ সিরিজে এগিয়ে সফরকারীরা। সিরিজ জেতার মিশনে নেমে প্রথম দিনটা দাপটেই কাটল ভারত। সিডনি টেস্টে বৃহস্পতিবার দিনের শেষে ৪ উইকেটে করেছে ৩০৩ রান।

এবারো কথা বলেছে সেই চেতেশ্বর পূজারার ব্যাট। অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনি টেস্টেও শতরান তুলে নিয়েছেন তিনি। পূজারার ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরিতে হাসিমুখেই দিন শেষ করেছে সফরকারীরা। টস জিতে বিরাট কোহলির প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা যৌক্তিকই হয়েছে।

অজি বোলারদের বিপক্ষে দাপটে লড়ে দিন শেষে তার রান ১৩০। অন্য প্রান্তে আছেন হনুমা বিহারী ৩৯ রানে। পঞ্চম উইকেটে দু’জন এরইমধ্যে ৭৫ রান যোগ করেছেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়া ১ম ইনিংসেই বড় সংগ্রহের পথে।

অবশ্য বিরাট কোহলি ফিরে না গেলে অবস্থানটা আরো মজবুত হতে পারতো সফরকারীদের। কিন্তু ভারত অধিনায়ক ২৩ রান করে ধরেন সাজঘরের পথ। কোহালি-পূজারা জুটিতে আসে ৫৪ রান। এরপর আজিঙ্কা রাহানেকেও নিয়ে ৪৮ রান পূজারা।

তবে শুরুতেই ফিরেন ওপেনার লোকেশ রাহুল। ব্যক্তিগত ৯ রানে জস হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। রাহুল চটজলদি ফিরলেও মেলবোর্নের মতোই সিডনিতে চেতেশ্বর পূজারার সঙ্গে দারুণ জুটি গড়েন মায়াঙ্ক আগরওয়াল। লাঞ্চ বিরতিতে ভারতের সংগ্রহ ১ উইকেট ৬৯। বিরতি থেকেই ফিরে ৭৭ রানে আউট মায়াঙ্ক। এরই পথ ধরে ভাঙে ১১৬ রানের জুটি।

সিডনি টেস্টে স্মরণ করা হচ্ছে রমাকান্ত আচরেকরকে। শচীন টেন্ডুলকারের গুরু প্রয়াত হয়েছেন একদিন আগেই। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যান্ড পরে খেলতে নেমেছে ভারত। আবার অস্ট্রেলিয়া দলও কালো ব্যান্ড পরে খেলছে। সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার বিল ওয়াটসন অার নেই। তার মৃত্যুতে শোকাহত অজি ক্রিকেটাররাও পরেছেন কালো ব্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর