ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের ফুটবল কোচ নিহত

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-09 18:31:02

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অলিম্পিক ফুটবল দলের সাবেক কোচ হানি আল মাসদার। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের তরফ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পরিবারসহ গাজায় অবরুদ্ধ ছিলেন মাসদার। সেখানেই ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান এই ফুটবল কোচ।

রবিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জানায়, সেন্ট্রাল গাজার আল মাসদার গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৪২ বছর বয়সী হানি আল মাসদার নিহত হন। সাবেক ফুটবলার মাসদার খেলোয়াড়ি জীবনে আল মাঘাজি এবং গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলে ২০১৮ সালে অবসর নেন।

অবসরের পর ফিলিস্তিনের জাতীয় অলিম্পিক ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পান আল মাসদার।

ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের বিবৃতি আরও বলা হয়, ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৮৮ জন পুরুষ ও নারী অ্যাথলেট মারা গেছেন। যার মধ্যে রয়েছেন ৬৭ জন ফুটবল খেলোয়াড় এবং ২৪ জন ফুটবল সংগঠক ও টেকনিক্যাল স্টাফ।

এ সম্পর্কিত আরও খবর