দুয়ারে বিপিএল। ফ্র্যাঞ্চাইজিরা শেষ মুহূর্তে অধিনায়কদের নাম ঘোষণা করছেন। পুরোদমে প্রস্তুতিও চলছে বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে দেশের সবচেয়ে প্রসিদ্ধ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের। এর মধ্যেই আজ (১৭ জানুয়ারি) টুর্নামেন্টে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে যারা থাকবেন, তাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিসিবি।
বিপিএলে এবার ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি ৯ ধারাভাষ্যকার। এর মধ্যে চারজন বাংলাদেশি এবং পাঁচজন বিদেশি। ধারাভাষ্যকারদের বাংলাদেশি নামগুলো পরিচিত। বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলোতে নিয়মিত মুখ আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমিকে দেখা যাবে বিপিএলের কমেন্ট্রি বক্সে।
তবে বিদেশি ধারাভাষ্যকারদের নামগুলোতে চমক রয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবি কর্তা রমিজ রাজা যুক্ত হয়েছেন বিপিএলের ধারাভাষ্য প্যানেলে। তার সঙ্গী হচ্ছেন স্বদেশী আমির সোহেলও।
এছাড়া শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকেরম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসও মাইক্রোফোন হাতে বিপিএলে কথার ঝড় তুলবেন।
বিপিএলের আগের আসরগুলোতে বিদেশি ধারাভাষ্যকারদের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ক্রিকেট দুনিয়ার প্রথিতযশা নামদের দিয়ে ধারাভাষ্য প্যানেল সাজানোর চেষ্টা করেছে বিসিবি।