ছুটি শেষে পার্থেই দেখা যাবে রোহিতকে!
ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা, তা আগে থেকেই নিশ্চিত ছিল। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছিলেন তিনি। সে ছুটি শেষে পার্থ টেস্ট চলাকালেই স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন ভারত অধিনায়ক।
রোহিতকে ছাড়া খেলতে নেমে ভারত ধুঁকেছে অবশ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানে অলআউট হয়েছে দলটা। তবে বোলাররা দারুণ পারফর্ম করে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন এখন। ৬৭ রান তুলে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ভারত যখন এই টেস্ট খেলছে, রোহিত তখন ছুটিতে। দল যখন অস্ট্রেলিয়ায় পৌঁছেছে, তখন রোহিতের স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। সম্প্রতি দ্বিতীয় সন্তান হয়েছে তাদের। সেটা অবশ্য পার্থ টেস্ট শুরুর অনেক আগেই।
রোহিত এরপরও আরও কিছু দিন পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তার সিদ্ধান্তকে সম্মান দেখিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে অবশ্য সমালোচনাও কম সইতে হয়নি তাকে।
ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই মন্তব্য করেছিলেন, সন্তান যখন হয়েই গিয়েছে, দ্রুত অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত রোহিত শর্মার। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর।
তবে ছুটি শেষ করে রোহিত আগামী ২৪ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। আগে কথা ছিল অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অ্যাডিলেডে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট।
তার আগে একটি প্রস্তুতি ম্যাচও আছে ভারতের। সেই ম্যাচে খেলার কথা আছে রোহিতের।
আরও দুয়েক দিন ভারতে থাকার সুযোগ থাকলেও রোহিত তা কাজে লাগাননি। আগে ভাগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গোলাপি বলে প্রস্তুতি শুরু করে দিতে চাইলেন। সবশেষ সফরে এই গোলাপি বলের টেস্টেই ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। সে ভাবনা থেকেই কি এই সিদ্ধান্ত বদল?