নেপালের বিপক্ষেই শিরোপা ধরে রাখার মিশন শুরু মেয়েদের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-17 15:22:05

গত আসরে নেপালকে হারিয়ে সাফ শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলার মেয়েরা। এবার সেই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ এর যাত্রা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেয়েরা।

রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত বছর ফাইনালে নেপালকে ৩-০ গোলে দাপটের সঙ্গে হারিয়েছিল বাংলাদের সল। এবারও একই মাঠে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে আসর। উদ্বোধনী দিনেই নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হিসেবে আছে ভারত ও ভুটান। ৪ ফেব্রুয়ারি ভারত এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল ৮ ফেব্রুয়ারি শিরোপার জন্য নামবে। বাংলাদেশের মেয়েদের লক্ষ্য এবারও দেশের হয়ে ট্রফিটি উঁচিয়ে ধরা, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা।

বাংলাদেশ ম্যাচের সময়সূচিঃ

২ ফেব্রুয়ারিঃ  বাংলাদেশ-নেপাল
৪ ফেব্রুয়ারিঃ  বাংলাদেশ-ভারত
৬ ফেব্রুয়ারিঃ  বাংলাদেশ-ভুটান
৮ ফেব্রুয়ারিঃ       ফাইনাল

এ সম্পর্কিত আরও খবর