বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সংক্ষেপে বিপিএল। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি নির্দ্বিধায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। তবে গেল কয়েক আসর ধরে প্রতিবারই আসর শুরুর আগে প্রশ্ন উঠে এই টুর্নামেন্টটির মান নিয়ে। অনেকের মতেই জৌলুস হারিয়ে ফেলছে বিপিএল। এতো সমালোচনার ভিড়েও যে কিছু কিছু ভালো দিকও থাকে তা আমরা হয়তো ভুলে যাই। ঠিক সেটাই মনে করিয়ে দিলেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
আসন্ন বিপিএল দিয়ে মাঠের খেলায় ফিরছেন দেশসেরা এই ওপেনার। এবার খেলবেন ফরচুন বরিশালের হয়। দিবেন নেতৃত্ব। সেখানে নিজের ও দলের পরিকল্পনা নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম।
সেখানে বিপিএলের এবারের আসর কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা ঠিক যে অনেক আলোচনা-সমালোচনা। এটার আমরা কেউই ডিনাই করতে পারব না। আমাদের ডমেস্টিক ফরম্যাটে বিশেষ করে আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সেরা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কারণেই অনেক খেলোয়াড়ের আর্থিক সাহায্য হয়। প্লাস ক্রিকেট যেভাবে চলে এবং বিদেশি অনেক ক্রিকেটারের সাথে খেলার অভিজ্ঞত্তা হয়। হ্যাঁ আলোচনা থাকবে, অনেক সমালোচনাও থাকবে। তবে আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই। ভালোটা হলো এই আমরা খেলতে পারছি , আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারছি।’
দীর্ঘদিন মাঠের বাইরে দেশের অন্যতম বাঁহাতি এই ওপেনার। আগেই জানিয়েছিলেন বিপিএল এলে বুঝতে পারবেন ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ। সেখানে এতদিন পর চোট কাটিয়ে মাঠে ফেরা। সঙ্গে অধিনায়কত্ব। সব মিলিয়ে তামিমের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু রাসটিনেজ তো থাকবেই। এটা স্বাভাবিক। সত্যি বলতে এই তিন মাস খুব বেশি একটা অনুশীলন করা হয় নাই। শেষ দুই আড়াই সপ্তাহ ধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।'